সিকদার বাড়ি পূর্বপুরুষ

সিকদার বাড়ি পূর্বপুরুষ
কবি
প্রকাশনী লোকমান
সম্পাদক ফয়সাল বেপারী
প্রচ্ছদ শিল্পী ফয়সাল বেপারী
স্বত্ব প্রকাশক কর্তৃক সংরক্ষিত
উৎসর্গ সিকদার বাড়ির জনগণ
বিক্রয় মূল্য ২০০

সংক্ষিপ্ত বর্ণনা

সিকদার বংশের ছয় পুরুষের আদি অন্ত বইটিতে উঠে এসেছে। প্রায় ২৫০ থেকে ৩০০ শত বছরের ইতিহাস বইটিতে জায়গা পেয়েছে। অর্থাৎ ১৭০০ সালের তথ্য। বিভিন্ন দলিল, পর্চা থেকে শুরু করে বংশের বৃদ্ধ বংশ সহযোগিতা করেছে। সুতরাং বইটির পিছনে সিকদার বাড়ির প্রতিটি মানুষের অবদান আছে। সবাই সবার জায়গা থেকে তথ্য দিয়েছে। সিকদার বংশটি একটি জমিদার বংশ। রানী ভবানীশ্বর সেকালের প্রধান ক্ষমতায়। সুতরাং অনেক তথ্যের ভীর জমেছে বইটির প্রতি পাতায়।

ভূমিকা

যাদের স্নেহ, ভালোবাসা ও সহযোগিতায় বেড়ে উঠেছি। যার আলো, বাতাস ও সৌন্দর্যে বড় হয়েছি। তাদের জন্যই লিখতে বসেছি একটি অতীত চিঠি । সময় পাখা মেলে উড়তে লাগলো। দিন সপ্তাহে, সপ্তাহ মাসে আর মাস বছরে বদলাতে আর কোথায় সময় লাগে ? এই তো লিখে ফেলেছি! বছরের শেষ লেখাও শেষ।

হে জন্মভূমি, আমি তোমার জন্যই একটি বছর অক্লান্ত পরিশ্রম করেছি। অনেক রাত জেগেছি। মানুষের দ্বারে দ্বারে ছুটেছি। অনেক বাধা অতিক্রম করেছি। অবশেষে তোমাকে পূর্ণতা দিতে পেরেই আমি তৃপ্তিময়। আমি স্বীকার করি আমার কৃতজ্ঞতা। তুমি আমার প্রথম আলো আমার জীবনের প্রহরী আমার রক্ষক। তুমিই আমার কণ্টকাকীর্ণময় জীবনকে সহজ করেছো। সুতরাং আমি তোমার কাছে ঋণি।