মন্দগতিতে ভেসে গেলো মন, রক্তাক্ত প্রহরের দীর্ঘ লাভায়। অন্ধকার ছাড়া কোনো রঙ মানেনি প্রবোধ, প্রথম ভালোবাসার মতো সেও কাশফুলের মর্মজ্ঞ বেদনা, পূর্ণমাসের অমাবস্যা।  প্রণয়ের চোখগুলো নিজস্বতা হারিয়ে মন্দবুদ্ধিতে নিয়েছে আশ্রয়।
সুন্দর একলা থাকারা নির্মম উপহাসে ফিরে গেলো ঘরে, চতুর্ঘাত মন নৈপুণ্য মারিয়ে ছড়িয়ে গেলো মায়াবীশালায়! শরণার্থী শরীর, স্থবির, সমাধীস্থ শমনীর অশেষ অন্ধকারে!