একমাত্র তোমার ভাবনাতেই হয়েছি লীন,
নিঃসঙ্গ হয়েছি নিজের।
শ্যামলিমার সুগন্ধি মরূদ্যানে বৈরাগ্য আত্মবিনাশ,
শুনাতে পারিনি অপরূপ হৃদয়ের গান,
ভাবনাতেই এঁকেছি প্রেমময়ী অবয়ব
ছুঁয়েছি অবিনাশী তোমার শব্দের শরীর,
কাঙ্খিত সময় চলে যায় সজীবতার পরম রুহু ছেড়ে
দগ্ধ নগরের মেটো পথ ধরে,
আমি তোমাকে দেখতে বুকে নিয়েছি আগুন,
তবুও চোখ তুলে দেখি কল্পনা ছাড়া
তুমি কোথাও নেই!