নিয়ন আলো আর মন্দিরার টুনটুন শব্দের বাউল,
রাত নিয়ে বসে আছে হাওর চোখে, মৃদু মৃদঙ্গ সঙ্গী।
সে তাল জানে, গানের তান জানে।
জানে ত্রিভঙ্গী বাঁশী আর সেতার।
স্বপ্ন আর ছবি নিয়ে তার ভাষার খেলা।
সে ছলনা জানতো অথচ প্রেমই দিয়েছে।
বুকের ভিতর একটা চিহ্ন, একটা ক্ষত, একটা মন।