সমস্ত ক্লান্তি শেষে যখন তোমার ভাবনাতে ডুবে যায় মন,
মহিরুহ চোখ খুঁজে পায় স্বপ্নের আপন মহিমা,
শুধু তুমিই থাকো চুপটি করে হৃদয়ের অলিন্দে, চোখের কোণে।
বিচ্ছিন্ন জগতের সবটুকু বিশ্বাস তোমার অদেখা অবয়বে,
চিত্রশালা পৃথিবীতে আমিই কেবল হৃদয়ে শূণ্য ফ্রেম গেঁথেছি,
ভাবনায় পুষেছি প্রেম পাখি। অনন্ত যাত্রার পর যদি দেখা হয়
তোমার আমার, সন্ধি ছাড়া তৃষ্ণাদগ্ধ হৃদয় লুটিয়ে দেবো তোমার হৃদয় পানে। সঞ্চিত চোখের যাপিত যতো কথা, যতো প্রতিশ্রুতি, যতো অনুরাগ সবকিছু ফেলে, তোমাকেই দেখবো, যতো পলক পূর্ণতার। নিজেকে দেখতে গিয়ে আর হলোনা দেখা, ভালোবাসতে গিয়েও তাই। তুমি ছাড়া এই জগতে আর কিছুই দেখার নেই, ভালোবাসার নেই। কল্পনায় আর কতোই ভালোবাসা যায়, কতোই বা বুঝানো যায় নীলগ্রহ মনকে! তোমার ছোঁয়া পেতে হয়েছি ধূলিমাখা পথের কণা, সবুজ ঘাসের ডগা, আর বাতাসে ভাসিয়েছি জীবন নামের পালতোলা নৌকা।৷ কোথায় আর যাওয়া যায় তোমার এ পৃথিবী ছেড়ে? যে গ্রহে তুমি নেই সেখানে আমি তোমার অপেক্ষায়, এ যেনো গুণহীনতায় মেতে উঠছে মন, অনিয়ন্ত্রিত সময় খেলে যায় প্রশ্বাসের মিহিকা দরোজায় , প্রমোদ আকাঙ্ক্ষারা দেবীদণ্ডে হারায় নিজস্ব নির্যাস,বেনামী শরীর দেবালয় ছেড়ে মেঘজালে বরণ করেছে বন্দিত্ব।