যারা কষ্টে মাতাল, তাদের অন্ধকার আজীবন।
যে চিন্তা আর ভয় থেকে যতো দূরে যেতে চাই,
রাজত্ব হারাতে চাই কল্পনার, ততোই তোমার সুগন্ধি অহংকার
নিমজ্জিত করে রাখে আমার বন্দিশালা রাত।
আমার এই ক্ষণিক ভ্রমণে হৃদয় হয়েছে উত্তপ্ত মরু,
তোমার বাঁকাদৃষ্টি আর বাক্যবেদনায় পোড়ে আমার সাজানো উদ্যান, যেখান থেকে তাজা গোলাপের পোড়া গন্ধ দিগ্বিদিক উড়ে।
আমার কাছে তুমি একমাত্র একা, যাকে একা করে পেয়েছি,
এবং তোমার জ্যোতির্ময় হৃদয়েই মিশিয়েছি আমার দুর্দশাময় হৃদয়ের স্ফটিক।
তোমার কাছ থেকে যতোই তোমাকে গোপন করতে চেয়েছি, তিক্ত ভ্রান্ত স্রোতধারা আমাকে ঘিরে ধরে বারবার।
এই একাকীত্ব শুধুমাত্র তোমাকে আপন করে ভাবতে চাওয়ায়।
তুমি ছাড়া পার্থিব বিশ্বের সমস্ত আলো অর্থহীন,
যে হৃদয়ে তুমি নেই সেখানে বসন্ত নেই, যে বাতাসে তুমি নেই সেখানে প্রাণ নেই, তুমি নিশ্চুপ অথচ আমি হারিয়ে ফেলেছি আমার সকল প্রমত্ততা, ঐশী আনন্দ, আর চাঁদের শহর।
তুমি নির্জনতা মেনে নিয়েছো, আর আমি তোমাকে,
তুমি শুকনো ডাল থেকে যখন অরণ্যে ধাবিত হয়েছো,
তখন আমি দগ্ধ হওয়ার আনন্দে সূর্যের পথে পথ ধরেছি।
আমার এই রূপ ঘৃণা আর ভালোবাসার জগতে এক পতিত পাত্র কেবল, যেখানে তোমাকেই জেনেছি আমার অবশেষ।