সুখ হারা পাখি আমি ঘুরি বনে বনে,
মনের কথা খুইলা কইতাম প্রাণ বন্ধুর সনে ৷
সুখের আশা কইরা আমার জীবন গেল দুঃখে,
হৃদয় আমার শান্ত হয়,কথা শুনলে বন্ধুর মুখে ৷
বনবাসী হইলাম আমি বন্ধুর প্রেমে পড়ে,
বন্ধু আমার আইলো নারে এইনা ভাঙ্গা ঘরে ৷
প্রাণ বন্ধুর প্রেম জ্বালা এতোরে দহন,
সাত সমুদ্রের জল দিলেও যায় নারে সহন ৷
জীবন গেল বন্ধুর খুঁজে পাইলাম নারে দেখা,
বন্ধুর প্রেমে পাগল হইয়া ঘুরি আমি একা ৷
বন্ধুর লাগি মালা গাঁথি আসবে বলে ঘরে,
দেখা যদি না পাই আমি বাঁচবো কেমন করে ?
আসতো যদি সোনা বন্ধে কইতাম মনের কথা,
দূরে যেতো সকল যাতনা,আছে যত ব্যথা ৷