থৈ থৈ জল করিতেছে খেলা,
    নদীর পাড়ে বসে আমার কেটে যায় বেলা ৷
      আঁকা বাঁকা নদী দেখিতে লাগে দারুণ,
   শেষ বিকেলে খেঁয়া ঘাটে আসে এক তরুণ ৷  
                                  
              নদীর তীরে বাজায় বাঁশি
          সবুজ শ্যামল মাতৃভূিমর টানে,
                দেশ প্রেম ফুটে ওঠে
            তরুণ এই যুবকেরই গানে ৷

     দেখিতে লাগে দারুণ নদীর জলের ঢেউ,
তীরেতে বালকেরা করে খেলা মাঝে যায়না কেউ ৷
নদীর তীরে আছে দোকান পাট,আছে লোকালয়,
ঘর বাড়ি গুলো ভেসে যায় স্রোতে আসিলে প্রলয় ৷

      নদীর ধারে ফুটে আছে সাদা কাশ ফুল,
       দেখিতে লাগে সুন্দর লাগে যে অতুল ৷
     নদীর তীরে আছে নৌকা বাঁধা সাঁরিসাঁরি,
     স্বপনেতে করি ভাবনা একলা সেথায় দাঁড়ি ৷