অন্ধকারে কালো মেঘে ঢেকে গেছে নীল আকাশ ,
চারই দিকে বইছে যেন পাগলা ধমকা বাতাস ৷
যখনই চেয়ে দেখি আকাশ পানে,বর্ষা বাদলের দিনে,
মনে হয় যেন,মুখ লুকিয়েছে অনেক রাগ অভিমানে ৷
এতো কেন রাগ?কেন এতো অভিমান?যখনই যাই বলে ,
অশ্রুভরা চোখ থেকে অ-থৈ জল ধরার বুকে পড়ে ঢলে ৷
মাঠ-ঘাট ফসলের প্রান্তরে ভরে গেছে থৈ-থৈ জল ,
অন্ধকারে ঢেকে গেছে জগতের প্রদীপ অনল ৷
বৃষ্টির পরে যখন চেয়ে দেখি আকাশের পানে ,
মেঘলা আকাশ দূরী হয়ে ধরার বুকে মিষ্টি রোদ আনে ৷
সোনালী রোদে মিষ্টি মাখা ধরা হঠাৎ হয়ে যায় মলিন ,
আকাশ পানে চাইলে মনে হয় এই বুঝি হয়ে গেল সর্ববিহীন ৷
আবারও যেন ঝরাবে অশ্রু এই না ধরার বুকে ,
অঝর বৃষ্টি শেষে রংধনুর সাত রং আকাশেতে ঝুঁকে
----------------------