প্রতিবার ঝড়ের রাতে যে এসে সামনে দাঁড়ায়,
অথবা, যে কিনা ভুলে গেছে মন; সাথে দুষ্টুমি।
আমার পিতামহ ছিলেন বেশ্যার দালাল, এরপর...
আর কোনো সত্য জানি না- কিংবা কোনো শূন্যতা।

মিছিলের দিকে কোনো বন্দুক তেড়ে এলে?
এগিয়ে যাই...
ভালোবাসা ছুটে এলে কিংবা যদি জাপটে ধরে!
দৌড়ে পালাই...