স্বপ্নরা মোর ভিড় করে রোজ,
কামনা রা চায় দিতে পারি সমুদ্র ঢেউ।
বাসনা গুলি যে উড়াল দিতে চায়,
কাশফুল পালকের ন্যায়।
ইচ্ছে রা আজ মানছে না মানা,
মেলেছে তাই রঙ্গিন ডানা।
কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে আজ,
সুখের পায়রা গুলি!
খুশিরাও আজ মেতেছে যেন,
বাঁধন ছাড়া ঘুড়ি।
আবেগ গুলি আজ জমিয়েছে আসর,
বকুল তলার মেলায়।
জানো কি এ অনুভূতির সন্ধি কেন
পড়ন্ত এই সাজে র বেলায় ?
এ জীবনে মাতৃত্বের স্বাদ দান করেছেন
মোর বিধাতায়।
তাই সুখ পাখিটার মধুর আলিঙ্গনে,
দুঃখটাকে দিলাম বিদায়।