জীবন কখনো অসীম সুন্দর,
কখনো নিদারুণ ভালোবাসায় পরিপূর্ণ।
আবার কখনো হয়ে যায় স্তব্ধ, কখনো বা
অগ্নিঝরা লাল গনগনে সূর্যের প্রখর ঝাঁঝালো
ক্রোধের ঝলকানীতে জীবন যেন যায় ঝোলসে।
আহ! জীবন...
জীবন! সে তো আবার মাঝে মাঝে মনে হয়,
সকালের স্নিগ্ধ হাওয়ায় মুক্ত ঝরা শীশীর বিন্দুর মত।
কখনো তো এমন হয় বিকেলের আলতো হাওয়ায় দুলতে থাকা,
কাশফুলের নরম পাপরীর মত।
জীবন কত রংঙেই না রঙিন তুমি,
কত ঢংঙেই না সাজো, কখনো তো বয়ে চল অবিরাম,
ঝরনা ধারার সচ্ছ জলের মত ,
উপচে পরা খুশির কলল্লোলে।
জীবনে যখনই বসন্ত এসে করে হৈচৈ আর সাথে
নিয়ে আসে ঐ পূর্ণিমা চাঁদের এক পসলা
মায়াবী আলোর সমাহার।  আরো থাকে নীলিমায় ,
মিটিমিটি জ্বলতে থাকা অজস্র নক্ষত্রের মেলা, আরো কিছু
বকুলের গন্ধ।  জোনাকিরাও যেন ভুল করেনা
নৃত্যের মহরা দিতে।  আর তার পরক্ষণেই চলে আসে
গ্রীষ্মের গগনের কঠিন হুংকার আর সাথে থাকে
ঘোর অমাবস্যার রজনীর ঘুটঘুটে আধার,
এই তো জীবন হাসি আর কান্নায় লুকোচুরি
খেলায় মেতে থাকা আর কতকাল?
রাজাধিরাজের ডাকে সারা যে দিতেই হবে
শুধু সময়ের অপেক্ষা...