এসেছি এ ধরায় একা,
আবার চলেও যাবো একা।
মিছে এই মায়ার বাঁধন ছেড়ে,
সত্যি চলে যাবো বহু দূড়ে।
বাসবো না ভালো আর কাউকে,
করবো না আর শাসন, বাড়ন।
সইবো না কোন জ্বালাতন, মানবো না কারো মানা,
দিবো না বকা, আর মমতা ভরা আদর।
রাখবো না কোন রাগ, ক্ষোভ, কোন ঘৃণা পুষে মনে
সত্যি চলে যাবো একদিন না ফেরার দেশে ।
ডাকবো না আর কাউকে আয় কাছে আয়,
অভিমানী মনে যে চলে যাবার সে যায়।
কেউ বা হয়তো রাখবে মনে ভালো আর মন্দে,
কেউ বা হয়তো রাখবে মনে হাসনাহেনার গন্ধে।
দেখবে যখন রাত্রি গভীর হবে,
আমার স্মৃতিগুলো তোমার পাশে,
নিত্য প্রহরী হয়ে থাকবে।
আবছা আলোয় যখনই কাছে যাবে,
দেখবে তখন চেনা মানুষ টা নাইরে,
সত্যি আমি চলে যাবো,
সেই অজানা অচিন পুরে।