ঝলমলে এক পৃথিবী,
রুপালী জ্যোৎস্নায় মুখরিত এই রাত।
আকাশ ভরা তারা গুলি মিটিমিটি জ্বলছে,
উপচে পরা পূর্ণিমায় ধবধবে শুভ্রতায়
গোল বৃত্তের ঐ শশীটি যেন
শুধু আমার পানে অপলক তাকিয়ে আছে,
আহ! কি মায়াবী মুহূর্তটা।
নিশ্চুপ এই নিশিরাতে সবাই গভীর ঘুমে মগ্ন।
আমার মত কেউ কেউ হয়তো রাত জেগে আছে,
যে যার মত ভাবনার অতল গভীরে।
আর আমি!
হ্যাঁ আমিও যে আজ নির্ঘুম চোখে জেগে আছি।
আজ কেন যেন কিছুতেই ঘুম আসছে না।
এত গভীর রাত প্রায় দুই টা বাজে।
বিছানা ছেঁড়ে আস্তে চুপ করে দরজাটা খুলে,
বারান্দায় গিয়ে দাড়াই।
অমনি কি মিষ্টি এক ঠাণ্ডা হিমেল হাওয়া
এসে আলতো করে ছুয়ে দিল আমায়,
আমার ক্লান্ত চোখ জোড়া মুহূর্তেই চলে গেল,
ঐ শান্ত সীমাহীন আকাশ পানে।
আর ভাবছে আমার মন কত যে ভাবনা,
কত যে স্বপ্ন, কত শত প্রশ্ন,
আর বুক ভরা হাজারো আশা,
একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আমি
অপলক দৃষ্টিতে আকাশ পানে তাকিয়ে
বিড়বিড় করে ডাকছি,
আমার রব্বে করীম কে,
হে আরশের মালিক
নিশ্চয়ই আপনি আমায় দেখছেন,
আমার ডাক শুনছেন।