মায়াবী ঐ গগনে রুপালি এক চাঁদ,
জ্যোৎস্নায় মুখরিত চারদিক।
নক্ষত্র রাজিরা জ্বলছে মিটিমিটি,
মন কাননে ফুল ফুটেছে।
হাসনাহেনার গন্ধে মাতাল হয়ে,
জোনাকির দলেরা এলোমেলো নাচছে।
চারদিকে ঝিরঝির বাতাস বইছে,
শান্ত নদীর মৃদু কলতান।
নিঃশব্দ পাহাড় সারি সারি,
যেন ওত পেতে আছে।
কিসের যেন ইশারা দেয় আমায়।
হে তন্দ্রা! এমন নিশিতে
যেন স্পর্শ কর না এ আখিদ্বয়।
ঐ যে শোন ডাক এল বুঝি
ওরে আয়,আয়রে চল যাই
যাইরে সোনার মদিনায়।