হে আরশের মালিক!
এ কোন স্বপ্নের অঙ্কুর দেখালে আমায়?
অপূর্ণ কামনারা কাঁদে যে বেদনায়।
হাজারো বাসনা রা ঘুরে ঘেরায়,
নোনা জলের ভেজা চোখের তারায়।
ধু-ধু মরুর ধুলি কনা যেন,
ক্ষণে ক্ষণে ডাকছে ইশারায়।
ব্যাকুল হৃদয় আকূল হয়ে ভাবছে নিরালায়।
সে কী অপরূপ মহিমা তাহার!
শুভ্র জমিনে বৃত্তের মাঝে,
কালো গিলাফের নূরানি সাজে
আরো সাজে কালো মখমল,
সোনালী হরফে করে ঝলমল।
কস্তুরী খুশবুতে মাতোয়ারা সারাক্ষণ।
ব্যথাতুর এ মনে কত ভাষা যে আসে,
হায়! পেতাম যদি প্রজাপতি র ডানা
ভোরের হাওয়ায় উড়ে যেতাম কাবা।
পুর্ণতা পেত অপুরণীয় যত আশা।
এ নিশি কেন আজ হয়না ভোর?
কাবার মিলনের স্বপ্নে বিভোর
দাও খুলে দাও মোর
শত সহস্র বাধার দোর।