স্বপ্নরা পেখম মেলে বারেবার,
প্রিয় তোমার সান্নিধ্য পাবার।
তোমার আকাশের বিশালতায়,
হাড়িয়ে যেতে আবার।
দিল যে বড় বেসামাল ,
ভোরের স্নিগ্ধ মিষ্টি হিমেল হাওয়ায়,
সূর্যের প্রখর আর্দ্রতা আর
পড়ন্ত বিকেলের অজস্র ঝরা পাতায়।
ক্লান্তি মরুর বালুর প্লাবন,
ঢেউ খেলে বৈরাগী পবন,
নিঃশব্দ সারি সারি পাহাড়,
অজানা কতশত বৃক্ষের বাগান,
নয়নাভিরাম কত রং বেরঙের বাহার।
প্রিয়তম আমার!
মনের মঞ্জিলে গেঁথে আছে
সবুজ গম্বুজ, সোনালী মিনার।
স্বপ্ন বিলাসী মন আমার,
স্বপ্ন দেখে সারাক্ষণ।
লোভাতুর এই অন্তর,
পারি দিবে তেপান্তর।
পিপাসার্ত এই কলব,
মিষ্ট পানে তৃষ্ণা মিটাবে
জান্নাতি আবে জমজম।