কি করে কি দিয়ে শুরু করবো,
কি ভাবে বোঝাবো এ রুহের যন্ত্রনা,
যেন হৃদয়টা ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে।
আমি যে স্তব্ধ, মুখে ভাষা নেই, চোখে পানি নেই,
এযে কি এক যন্ত্রনা অন্তরে গহীনে রক্তক্ষরণ হচ্ছে।
এ কিসের ঝড়-তুফান তোলপাড় করে বইছে।
হায়! মদিনা র বিচ্ছেদ এতো কঠিন হয়!
আজ বুঝতে পারছি, এ রুহের কতটা মহব্বত,
ভালোবাসা,জমলে এমন বিচ্ছেদের
কাটার আঘাত হয় তিক্ত।
ইয়া মালিক আমার!
সবুজ গম্বুজের সৌন্দর্য, মিনারের মধুর ধ্বনি,
এমন শান্তির বাগান থেকে আমাকে বঞ্চিত
যেন ক্ষণিকের জন্য হয়।
হে মাবুদ আমার !
প্রিয় হাবীবের সাথে আমাকে সাক্ষাৎ লাভে ধন্য করুন।
আর তো পারছিনা, কলম যে চলছেনা,
মদিনার বিচ্ছেদের বিরহে কাতর এ তনুমন.-