ও আমার কালো সবুজের মক্কা মদিনা!
সোনালী সুতোয় ছড়াও যে,
রূপের ঝিলিক সারা দুনিয়া।
আমার হৃদয় গহীনে লুকিয়ে থাকা,
স্বপ্ন যে শুধু তোমাকে দেখার,
তোমার সান্নিধ্যে আসার।
জানিনা তোমার রূপ কেমন,
তবে প্রতিটা ক্ষণে ক্ষণে যে,
তোমাকে দেখার তৃষ্ণা বেড়েই চলেছে।

যে হৃদয় তোমাকে দেখার স্বপ্ন দেখে না,
যে আঁখি তোমার বিরহে অশ্রু ঝরায় না,
যে কলবে জাগে না ব্যাকুলতা, অন্তর হয়না অস্থির,
তাকে যে আমি জীবন্ত অন্তর বলি না।
জানিনা সে অন্তর কেমন হয়।
হে মাবুদ আমার!
প্রতিটা মুসলিম হৃদয়ে যিয়ারতে বাইতুল্লাহর স্বপ্ন দান কর।
আরো দান কর আমার এই তৃষ্ণার্ত হৃদয়ে,
তোমার আবে জামজামের সুমিষ্টতা।
আর ধন্য কর এই পাগল আশিকেরে,
ঐ মাসুকের দিদারে।