কত আরাফা আর কদর
দিবানিশি হাতছানি দিল।
কত মাহেন্দ্রক্ষণ দিল ইশারা।
প্রতিদিন ডাকে পাঁচ বার,
আবদ তো সারা দেয়না একবার।
ক্ষণিকের এই দুনিয়ায়
কি মোহ কি টান।
যার মায়ায় বিভোর
থাকার ছিল কথা,
তাকেই ভুলে আজ
মেতেছ কতশত নেশা।
হায়রে নফস কবে বুজবে?
কি ছিলে তুমি?কোথায় এসেছ?
ভেবেছ কি একবারও,
যেতে হবে কোথায়?
আসমানী ডাক আসলে পরে
পারবে কি দিতে ফাকি তাকে?
মুহুর্তের কামনা বাসনার স্বপ্নে
বিভোর ছিলে এতোটাই ।
যাকে উজাড় করে সবটুকু
দেয়ার ছিল কথা
তাকে ভুলেই মেতেছ
এই বেহুঁশ দুনিয়ায়।
হায় নফস কবে আসবে হুস?
রব্বে করীম যেন দেন সঠিক বুঝ।