লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক
লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক।
ঐ যে মধুর ধ্বনি ভেসে আসছে,
দূরের কাফেলা থেকে।
বাইতুল্লাহর নূরের ঢেউয়ে স্নান করে,
কালো গিলাফের উষ্ণ আলিঙ্গনে সিক্ত হয়ে,
রাসুলের পবিত্র দুঠোট ছোঁয়া হাজরে আসওয়াদে,
হৃদয়ের সবটুকু উজাড় করে চুম্বন এঁকে,
জীবনের কালি মাখা দিনগুলো থেকে পবিত্র হতে,
এসো হে বন্ধু,এসো সবুজ সাথী রা,
চলো যাই চলো সোনার মদিনা।
মোদের বরন করতে অপেক্ষায় আছে,
হেরেমের উড়ন্ত ঝাঁক বাধা পাখিরা।
ওরা চলছে সুসজ্জিত শুভ্র আভায় ,
আর হাতছানি দিয়ে ডাকছে আমায়।