হে মাতাল ভ্রমর!
কোথায় যাচ্ছ, কি ভাবছ?
এমন মনোমুগ্ধময় বসন্তে?
দেখতে কি পাওনা কুয়াশার ঘন আস্তরণ
ভেদ করে শীতের ধূসর চাদর খুলে,
চঞ্চলা ভ্রমর গুলি যেন,
বাঁধন মুক্তির উচ্ছ্বাসে মেতেছে।
বট-বৃক্ষের নতুন পল্লবের মৃদু-মধুর আলাপন,
তটিনীর বুকে যেন জলের বাঁধভাঙ্গা জোয়ার।
সীমাহীন গগনে দমকা পবনে খুশির দামাদল,
আজ যেন চারদিকে যৌবনের সমাগম।
রঙিন প্রজাপতি রা মেতেছে নৃত্যের মহড়া দিতে।
হে প্রেমময় ভ্রমর!
দাওনা বিলিয়ে প্রেমাঞ্জলী তোমার।
এমন ক্ষণস্থায়ী বসন্তে এখনো কেন অন্যর অপেক্ষায়?
যা কখনই তোমার হবার নয়।
জীবনে যা পেয়েছ নাওনা আপন করে,
নতুন করে ফাগুনের রঙ্গে রাঙিয়ে।
নিজের মত করে আরো সাজিয়ে,
ঝেড়ে ফেলো বিগত জীবনের কালী মাখা ধুসর অধ্যায়।
তোমায় জন্য যে অপেক্ষায় আছে,
আগামী দিনের সোনা ঝড়া দিনগুলি।
তাই আরো বনফুলের অপেক্ষায় কেন?
ফিরে যাওনা নিজের পবিত্রতম সুন্দর
অস্তিত্বের দিকে। মনোনিবেশ কর।
খুঁজে নাও সুখের পায়রা, বিলিয়ে দাও
অনাবিল শান্তির পরশ।
আর প্রাণ ভরে উপভোগ কর স্বাধীন ভাবে,
সেখানে যে নেই কোন বাধার পাহাড়।