আজ দিলের উঠান যে বড্ড বেসামাল,
ইশক ও মুহাব্বতের আন্দাজ বড় নিরালায়,
আকল ও বুদ্ধির শাসন এখানে একদমই অচল।
তাই তো নাম না জানা এক কবির ভাষায়....
"লায়লার গলিতে সকাল থেকে সন্ধা কতজন আসে যায়,
কিন্তু বল হে বন্ধু মজনু ছাড়া কে পায় লায়লার ঘ্রাণ।”
উতলা এই মন ভাবে সারাক্ষন,
আমি কি পারব সে মজনু হতে?
মজনু র অনুসারী হতে? বাইতুল্লাহর আশিকে
আমি যে দেওয়ানা, ইশকের মউজে,
ডুবে যায় যেন এই কলবের সুখ বেদনায়।
আমার কি নসিবে হবে সূভ্র ইহরামে
সাজানো কাফেলার সফর সঙ্গি হওয়ার?
পশ্চিমের আকাশে মনের অজান্তে
বারেবার দৃষ্টি চলে যায়। বুকের ভিতর
কেমন যেন আনচান করে, পারব তো
সে ঘরের মেহমান হতে?
যেখানে নূরের সমুদ্রে ঢেউয়ের উপর ঢেউ উপচে পরে।