ছলছল আখিদ্বয়ে আরশপানে তাকাই বারেবার,
আবার কেন স্বপ্ন দেখিয়ে নিরাশ করলে আমায়।
হয়তো দিলের মহাজগতে ছিল প্রেমের ঘাটতি,
কিন্তু মালিক তোমার দয়ায় ছিলনা তো কমতি।
জানিনা এই প্রেমিক নিয়ে,আছে তোমার কোন ইশারা,
ব্যাকুল হৃদয় আকুল হয়ে ঘুরছি বসুন্ধরা।
বুক ভরা আশা নিয়ে জাই আর নিরাশায় ফিরি নীড়ে,
ধৈর্যের বাদ ভেঙে তীরে এসে তরী ডুবে।
হতাশার অন্ধকারে অজানা কোন কূলে,
উন্মাদ নফছ ছিল তো দুনিয়ার মোহে ভুলে।

কিন্তু মালিক জানতে তো তুমি সবই,
ঈমানের রাজ্যে, কতটা দুর্বল আমি।
তুমি বিনে নাই যে আমার গতি,
তাই তো করো জোরে করি মিনতি।
একটু নূরের ছোঁয়া দিয়ে অন্ধ আখিদ্বয়ে,
দাও বাড়িয়ে আলোর জ্যোতি।
অন্তরে দাও পরিপূর্ণ প্রেমের ঝর্ণাধারা,
আমার দিলের মহাজগত থাকে যেন,
তোমার মহব্বতের তাঁরায় ভরা।
থাকি যেন সদা সর্বদা করুণার শিশিরে সজাগ,
তোমার ডাকে উড়ে যাবে আমার পরান পক্ষিরাজ।