আসমানী ওয়ালার শাসন,
বড় বৈচিত্রময় রহস্য ঘেরা আয়োজন।
শূন্য স্থান রাখেন না শূন্য,
কিছু না কিছু দিয়ে করেন পরিপূর্ণ।

গুটিয়ে নিয়েছেন শরৎ,
দিয়েছেন শুভ্র কুয়াশার পরত।
নীলিমায় থোকা থোকা নীল-সাদা,
মেঘেদের ভেলা দিয়েছেন বিদায়।

খুলে দিলেন উত্তরে বাতায়ন
নীরব হিমেল শান্ত পবন
খোশ মেজাজি প্রিয় হেমন্ত
বিস্তৃত ভূমি করে নিল আপন।

ঝরিয়ে দিলেন মুক্তাদানার মতন,
প্রতিটা কানায় শিশিরের রতন।
মাতিয়ে দিলেন প্রকৃতির সাথে,
কনকনে ঠাণ্ডা শীতের আলিঙ্গন।

আরো দিয়েছেন বিদায়, দিগন্ত থেকে দিগন্ত,
বট-বৃক্ষের মাতাল হাওয়ার নাচন।
সাথে নিয়ে গেল শিউলি, শেফালি, আর
কাশফুলের অপরূপ রূপসীর দোলন।

আর হবেনা দেখা, থাকবে স্মরণে অমলিন।
গোলাপ, গাধা, চন্দ্রমল্লিকারা,
এসেছে যেন মন মাতানো সৌরভ বিলাতে,
দিয়েছেন ঐ আরশওয়ালা ইশারা।

ক্ষণিকের এই সাম্রাজ্য দখলে,
আসা-যাওয়ার এই ভুবনে,
অতীতের স্মরণে মনের প্লাবনে।
আসছে বসন্ত সেই আশ্বাসে।