মাঝে মাঝে মনে হয়,
নিবিড় ভাবে জড়িয়ে থাকা মায়া,
যে চাইলেও ছেড়ে যাওয়া যায়না।
আবার এটাও যে চির সত্য,
ওপার থেকে ডাক আসলে
সাড়া না দিয়েও যে উপায় নেই।
তাই তো যখনই একাকী ভাবি,
প্রিয়জন ছাড়া কেমন করে কাটবে জীবন!
কি করে থাকবো তাকে ভুলে!
নিয়তির এ কেমন নিষ্ঠুর বন্ধন!
দুনিয়ার এই রঙিন জীবন ছেরে ,
পারি জমাতে হবে ঐ অনন্ত অসীম
অজানা এক দীর্ঘ জীবনের পথে।

প্রিয় মানুষটার সাথে যে আর,
হবেনা এই দুনিয়ায় দেখা।
হবেনা আর তার সাথে মান অভিমান,খুনসুটি,
পাশাপাশি বসে আলতো করে ,
ছুঁয়ে দেয়া হবেনা তার দেহখানি।
হৃদয়ের সব আবেগ ঢেলে দিয়ে,
হবে না আর কাছে টেনে নেয়া।
আর কতশত সুখ দুঃখের বলা না বলা কথা,
সাজানো স্বপ্নগুলো নিরবে নিস্তব্ধ হয়ে,
পরে থাকবে মনের অন্ধর মহলে ।

ক্ষণিকের এই দুনিয়ায় মিছে এই মায়ার বাঁধন,
বিনি সুতার মালার এ সর্ম্পক ছেরে,
চলে তো যেতেই হবে এটাই চিরন্তন সত্য।
প্রিয়জন হারানোর হৃদয়ে যে বিচ্ছেদের ঝড় উঠে,
সেই ঝড় থামানো কি করে সম্ভব?  
যদি ঐ আরশে আজিমে রহমত না থাকে!
ইয়া মাবুদ আমার সেই ঝড় শান্ত করার,
আপনার দয়ার আর রহমতের প্রত্যাশায় ,
আমরা আপনার করুণার ভিক্ষারী।