তুইতো আমার
স্
তুই তো আমার কাঁচা সোনায় পরিমিত খাঁদ,
তোরে ছাড়া যায় না গড়া কোন গয়নার সাঁচ।
তুই তো আমার পাহাড় বেয়ে নেমে আসা জল
তুই তো আমার অবুঝ মনের স্বপ্ন আশার বল।
তুই তো আমার নিত্য রাতে দূর গগনের তারা,
তুই যে আমার চপল হাসির ঝঙ্কার বাঁধন হারা।
তুই যে আমার বেদনার জল অশ্রু হয়ে ঝরা,
ঝিনুকের বুকে মুক্তা যেন হাজার কষ্ট-মোড়া।
তুই যে আমার আঁধার রাতে একফালি এক চাঁদ,
তুই তো আমার ভিন্ন জগত অচেনা এক রাত।
২৬/৬/১৮