২৩♥শুভ হোক নতুন বছর♥

ঈশান কোণে মেঘ করেছে
বইছে হাওয়া জোরে,
বটমূলে পান্তা খেতে
যাব কেমন করে।

ইলিশ পান্তা খাব রে ভাই
বসে বটের মূলে,
বোশেখি সাজে সেজেছি আজ
ফুল গুঁজেছি চুলে।

লাল-পেড়ে সাদা শাড়ি
রেশমি চুড়ি হাতে,
মাটির তৈরি গয়না গলে
কাজল আঁখি পাতে।

এমনি আমি বাঙলা সাজি
পহেলা বোশেখ মাসে,
বটমূলে কেমনে যাব
ঝড়টা যদি আসে?

ফুসকা খাব চটপটি খাব
খাব মুড়ি মুড়কি,
নাগর দোলায় চড়বো আরো
কিনব বাঁশি চড়কি।

মেলাজুড়ে ঘুরবো আমি
বাঙালিয়ানার হরষে,
শুভ হোক নতুন বছর
নতুনেরই পরশে।
**************