♥সাত জনমের আশ'♥
♦♦♦♦♦♦♦♦
কার যে বীনার তার গো তুমি
বাজো আমার প্রাণে,
তোমার সুরের ঝলকানিতে
বুকে আঘাত হানে।
কার কাননের ফুল গো তুমি
ফোটো আমার মনে,
মিষ্টিমাখা সুরভিতে
মরছি ক্ষণে ক্ষণে।
কার গগনের তারা গো তুমি
কোথায় তোমার ঘর?
তোমার তরে সঙ্গোপনে
সব করিলাম পর ।
কার বা ঘরে বসত তোমার
আমার মনে বাস,
তোমায় নিয়ে ঘর বাঁধিব
সাত জনমের আশ'।
জোহরা বিউটি
২২/৭/১৮