#প্রকৃত বন্ধু#
✈✈✈✈✈✈✈
করে মুখ ফ্যাকাশে
বসে আছে একা সে,
এলোমেলো চুলগুলায়
টেনেটেনে হাত বুলায়।
কী যে করে সে আজ
পড়ে আছে শতকাজ,
ভাবনার তরী গুলো
সহসাই ভেসে গেলো।
যদি পেতো পাখা সে
উড়ে যেতো আকাশে,
অাকাশের নীলটায়
যেতে চায় দিলটায়।
কী যে করে আজ সে
বসে বসে ভাবছে,
ভেবে ভেবে দিন পার
হলোনা ত কিছু আর।
খেয়ালির ভাবনায়
অযথাই দিন যায়,
তার চে' ভাল এই
বসে বসে পড়ে বই।
বই হলো সই তার
হেন সই কই আর!
চাইলেই কাছে পায়
সব দুখ মুছে যায়।
-------++++++------