৪.১.১৮
*******************
দেশ ছেড়ে প্রবাসেতে
      গেল আমার ভাই,
তার কষ্টের কামাই মোরা
     আয়েস করে খাই।

তুমি ভাই খাও নাখাও
   সে খবর না রাখি,
আমরা হেথা নিত্য নতুন
   খাবার মেন্যু রাঁধি।

খানা খাবার জায়গা নাই তার
     পথে বসে খায়
বাহারি খাদ্যে ডাইনিং মোদের
     শোভা যে বাড়ায়।

নিজের কষ্ট আড়াল করে
    মোদের করে সুখী,
দূর বিভূঁইয়ে ভাইটি আমার
    ভাবি কত না সুখী।

কষ্টে ভরা জমা করা
   তার সকল কামাই,
পাঠিয়ে দেয় বিশ্বাস করে
   আমার সোনা ভাই।

বছর ভরে খাটনি করে
    ফিরে এসে বাড়ি,
হিসেব তার মিলে না আর
   একটি কানা কড়ি।

যৌবন তার প্রবাসে পার
   শেষ বয়সে এসে,
সকল আশা, ভালবাসা
   চোখের জলে মেশে।

*********************