নেতা

আর্তসেবার নামে মশাই
করে আত্মসেবা,
দেখে বোঝে সবাই কিন্তু
কি আর বলে কে-বা!

সাহায্যেরই আট বস্তা চাল
এলে মশাইর বাড়ি,
আগেভাগে সরায়ে রাখে
চার বস্তা তারই।

বাকি চারের দু'বস্তা যায়
পুলক নেতার ঘরে,
দুয়ের থেকে একবস্তা নেয়
স্বেচ্ছা সেবক ধরে।

একটি বস্তার চালগুলো যে
মুষ্ঠি বদ্ধ করে
বিলায় কেবল ঘটা করে
গরিব দুখীর তরে।

জনসেবার নামে মশাই
নিজের ঝোলা ভরে,
দিনের শেষে আর্তজনে
অনাহারেই মরে।

এমন নেতা চাই যে আমি
সত্যিকারের নেতা,
নিজেরে যে ভুলে করে
জনগণের সেবা।
***************
বিশ নয় আঠারো