**************
দু'লাখ দিয়ে কিনলাম গরু
কোরবানী দিব বলে,
ছ' মণ নাকি মাংস হবে
বলে যে সকলে।

কি করবো ভাই এত গোস্ত
কোথা যে রাখি,
দু 'এক টুকরো দিব না হয়
গরিব দুঃখী ডাকি।

স্বজন আমার খুব বেশি নাই
থাকে বহু দূরে,
তাদের বাড়ি মাংস আমি
পৌঁছাই কেমন করে।

সামনের রানের মাংসগুলি
মেয়ের বাড়ি যাবে,
পেছনের রানের মাংস দিয়ে
কোর্মা রান্না হবে।

গলার কাছের মাংস দিয়ে
হালিম ভাল হয়,
ছেলের শখের জন্য যে ভাই
আলাদা করতে হয়।

কলজে ভূণা শ্বাশুড়ি মায়ের
বুড়ো কালের বায়না,
সব দিকটা সামাল দিয়ে
গোস্ত বিলানো যায় না।

তাই তো এবার ডীপ কিনেছি
করবো জমা গোস্ত,
ঈদের পরে দাওয়াত দিবো
বেয়াইবাড়ি আর দোস্ত।

আল্লাহর নামে জবাই দিলাম
লক্ষ টাকার গরু,
মাংসগুলো একাই খাবো
কালকে থেকে শুরু।