ঐ মাইয়া,
তুই কালা ক্যানে!?
কেমনে কইমু
আল্লায় জানে!
ঐ মাইয়া,
আট্টু যদি ফর্সা হইতি
ভালা একখান বর পাইতি!
অমন কইরে কইছো ক্যান্
ফর্সা হওয়া কারোর হাতে য্যান।
ফর্সা কেবল রান্ধে বাড়ে
কালারা কি রান্ধে না!
ফর্সা মাইয়া চুল বান্ধে
কালারা তা বান্ধে না!
ফর্সা মাইয়া হাসতে জানে
কালারা কি হাসে না।
ফর্সা মাইয়া বাসে ভালা
কালারা কি বাসে না!
ফর্সা মাইয়া পোয়াতি হয়
কালারা কি হয় না।
ফর্সা মাইয়ার বুদ্ধি হয়
কালারা কি হয় না!
ফর্সা মাইয়া ফর্সা হয়
নিজ গুণে তা হয় না,
ফর্সা কালা আল্লাহর দান,
এ কথা কেউ কয় না।
ঐ মাইয়া,
তুই চেতিস ক্যান!
অমন কথা কইলা য্যান!
চুপ কর তুই
মানছি হার!
এমন কথা কইবা আর?
২৭/৫/১৮