২১/৯/১৮
************
পুলিশের সেবা পেতে
গেলে পরে থানাতে,
প্রতি ধাপে টাকা চায়
ডায়েরীটা আনাতে।

রোগি হয়ে যদি যাই
কোন হাসপাতালে,
মনে মনে তারে বকি
কেন ভবে পাঠালে!

টাকা ঢেলে দিলে পরে
পাই অষুধ পথ্য,
তানা হলে পাওয়া যায়
ভাষা যে অকথ্য।

চেয়াম্যানে টাকা খেয়ে
দেয় সনদপত্র,
যদিও কোন লোক নই
ঐ থানার অত্র।

টাকা পয়সা ঢালি যদি
নামি দামি কলেজে,
এ প্লাস পাওয়া যাবে
খালি গোল্লা নলেজে।

জনসেবার নামে চলে
পকেট ভরার ধান্ধা,
আসল সেবা সে-ই পায়
টাকাঅলা বান্দা।

***********