:::::::::::::::::::::::::::::::::::::::::
তরুণ সমাজ হচ্ছে বিনাশ
সর্বানাশা মাদকে,
দিনেদিনে হারাচ্ছে সব
শ্রদ্ধা ভক্তি আদতে।

নেশায় পড়ে যাচ্ছে বেড়ে
অপরাধ আর দুর্নীতি,
ধীরে ধীরে এগুচ্ছে দেশ
ভয়াবহ পরণতি।

মাদকে আজ নিচ্ছে কেড়ে
প্রাণশক্তি যুবকের,
সমাজ থেকে বিলুপ্ত প্রায়
মানবতা বিবেকের।

সুশীল সমাজ জেগে ওঠো
হাত ধর আজ তরুণের,
থাকতে সময় রুখতে হবে
পরিণতি ঐ করুণের।

চায় না কেউ তার ছেলেটা
অপরাধে পা বাড়াক,
চায় কি কেউ ছেলেটা তার
অপঘাতে প্রাণ হারাক?

মাদকের সব কারবারি আজ
হয়ে  যাও হুঁশিয়ার,
নামলে পথে বাবা-মায়ে
পথ পাবে না পালাবার।

১৬১১১৮