#চতুর পাখি
জোহরা খাতুন।
একটি পাখি উড়ে এসে
বসল আমার ডালে,
এমন সোনার ময়না পাখি
দেখিনি কোন কালে।
মিষ্টি মিষ্টি কথায় পাখি
কাড়লো আমার মন
পাখিছাড়া ভাল্লাগেনা
বুঝলোরে যখন।
তখন থেকেই পাখিটা যে
হাতরে বেড়ায় ফাঁক,
যতই বলি, পাখি ও রে
থাক না সোনা থাক।
আদর করে যতই দিলাম
ওরে দুধ-কলা
ততই যেন বেড়ে গেলো
হুমকি দেবার পালা।
সুযোগ পেলেই পাখিটা যে
ছেড়ে যেতে চায়
যতই আমি হাতটা বুলাই
ওর সারা গায়।
যা রে যা পাখি ও রে
যাবি যদি যা,
যাবার বেলায় চতুর পাখি
দোষটা ধরিস না।
পুরান খাঁচায় মন ভরেছে
নয়া বাসা চাস?
ভাল থাকিস ওরে পাখি
যেখানেতে যাস।
আমার মত ক'জন ভোলে
তোর ছলা কলায়,
চালাক পাখি ভাল থাকিস
নিত্য দুধ-কলায়।
১৮/৯/১৮