♦ব্যাকরণ রপ্ত♦
*******************
জোহরাবখাতুন

মনের কথা লিখ যদি
প্রকাশ করার জন্য,
তফাৎটাও বুঝে নিও
অন্ন আর অন্য।

অবিরাম আর অভিরাম
একই মানে নয়,
শরণ আর স্মরণও যে
ভিন্ন অর্থ হয়।

পানি হয় জল আরো
পাণি হয় হাত,
বান আর বাণেতেও
আছে যে তফাৎ।

বরষা আর ভরসাতে
কি যে হয় মানে,
সে কি আর বুঝবে, যে
ব্যাকরণ না জানে?

ণত্ব আর ষত্ব নামের
বিধান কর রপ্ত,
তাহলেই যে প্রকাশ পাবে
তোমার লেখার তত্ত্ব।

ভাষা-জ্ঞান থাকতে হবে
হতে গেলে কবি,
লিখতে হবে নিয়ম মেনে
জানতে হবে সবই।

ভুল বানান আর খামখেয়ালি
সাহিত্যে স্থান নাই,
ব্যাকরণ রপ্ত করার পরে
কলম ধরা চাই।