অাগুনঝরা চৈতে গাইলো
স্বাধীনতার গান,
যুদ্ধ করে জীবন দিল
তিরিশ লক্ষ প্রাণ।
বজ্র কণ্ঠের তর্জনিতে
এক ইশারা পেয়ে,
অযুত নিযুত প্রাণ সঁপিলো
রক্ত ঘামে নেয়ে।
মাতৃভূমির মান বাঁচাতে
রক্ত দিয়ে ঢেলে,
নির্ভয়েতে প্রাণ দিয়েছে
কৃষক মাঝি জেলে।
কিশোর যুবা আমজনতা
পড়ে দেশের প্রেমে,
লড়াই করে দেশ জিতেছে
রয়নি কেহ থেমে।
স্বাধীনতার গান গেয়ে যে
ওড়ে সবুজ লাল,
ভালবাসার লাল সবুজে
বাঁচবো চিরকাল।
***************