♥খুব সুদূরে, অচিনপুরে♥
যেতে আমার
ইচ্ছে করে
ঐ সুদূরে।
গ্রামের পরে
মাঠ পেরিয়ে,
বন পেরিয়ে
অচিন পুরে,
বহু দূরে।
পাখ পাখালি,
আর রাখালি
বাজায় বাঁশি,
সাঁঝ দুপুরে।
ছেলেপুলে
হিংসা ভুলে
ঝাঁপিয়ে পড়ে
মাঝ পুকুরে।
নদী যেথায়
গতি হারায়
কোন সাগরে,
কিসের টানে।
পানকৌড়িটা
ডুব দিয়ে যায়
কি খুঁজে পায়?
কে বা জানে?
হাঁসের ছানা,
ঝাপটে ডানা
খোঁজে খানা
পুকুর পাড়ে,
খেঁকশেয়ালে
খুব খেয়ালে
ঘাপটি মারে
ঝোঁপের আড়ে।
ঝরণা নদী
নিরবধি
ধেয়ে বেড়ায়
সাগর পানে,
মেঘের ভেলা
করে খেলা,
সেই সে গাঁয়ে
আমায় টানে।
যাব আমি
এমন গাঁয়ে,
শহর ছেড়ে
বহুদূরে,
মাঠ পেরিয়ে,
বন পেরিয়ে
অচিন পুরে,
খুব সুদূরে।
#জোহরা খাতুন
২৪/৭/১৮