খোকাবাবুর খোকা বড়ই একরোখা!
বৃদ্ধ বাবা-মাকে দেয় সে বাৎসল্য ধোঁকা-
সঙ সেজে আছে যে ঘর জামাই বোকা,
মান-হুষ, পৌরুষ ত্যজি সে আজি একা।

কেমনে হইল তার এই মতিভ্রম!
কোথা হারালো সেই অতীত পরাক্রম?
পড়া-লেখা, খেলা-ধুলায় যে যে রকম-
সদাই হইত সে পুরস্কৃত প্রথম!
পরিবারের সে ছিল একফালি চাঁদ,
সদাই জ্যোৎস্না স্নাত হইত প্রাসাদ!
মা-বাবা প্রীত, পেয়ে পুত্ররূপ প্রসাদ,
এমনই ছিল তার অতীত প্রবাদ!

বর্তমানে তার কোনো নেইকো কামাই,
স্ত্রীর রোজগারে আদুরে ঘর-জামাই!