ওরে শনি তোর কাহিনী শুনি মনুষ্য কল্পনায়,
দানব-মননে গড়া অশুভ অদৃশ্য প্রতিমায়!
তোর ডরে সংসার মাঝে শঙ্কার ডঙ্কা যে ঐ বাজে,
না জানি কখন শনির-গ্রহণ ছায়া পড়ে কাজে!
শুভ কর্মে প্রায় শনি সদা ধায় মনন বাহনে,
দানবীয়-মন সদাই মগন কল্প্য শনি ধ্যানে!
মানবীয় গড়ন প্রায় দানবীয়-মন ধরায়,
শনির বাহুল্য মূল্য নিত্য কর্মে অশুভ দাঁড়ায়!
দানব-মন হবে নিধন মানবীয় ঐক্যমতে,
সমাজ-সংসার মুক্ত রবে শনির প্রকোপ হতে!
শনির ভয় হবে ক্ষয় মানবীয় প্রত্যয় গর্বে,
মানব চিত্ত রহিবে ব্যস্ত শুভ কর্মের আরম্ভে!
দানবীয় মনোবৃত্তি হোক সমাপ্তি বধী পশুত্ব,
মনন সাধনে রহি আরাধনে গড়ি মনুষ্যত্ব!
--০০--