শ্রমিকের কর্মে ঘামে ঝরা -
সুন্দর এই বসুন্ধরা,
তাদের শ্রমে
আসে ক্রমে
বেঁচে থাকার রসদ সারা!

রৌদ্রতাপে শরীর মোড়া -
অন্ন জোগায় ভারাভারা,
তাদের দানে
বিশ্ব প্রাণে
বয়ে আনে আনন্দ ধারা!

আয়েশ করে আমরা মোরা -
বেঁচে আছি সদা সুস্থ যারা,
তাদের মানে
সমাজ মনে
অভয় দানে নেইকো সাড়া!

বৈরী ভাবে ঐ নয়নতারা -
চাউনিতে যে অগ্নিঝরা,
তাদের শোকে
সংসার সুখে
আপন মনে আত্মহারা!

সমাজের যতো পতিতেরা -
অশ্রুময় দেখি আঁখিজোড়া,
তাদের কেন
সদা এ হেন
অবহেলার জীবনধারা !?

এলেন মহামানব যাঁরা -
ভাষায় সাম্যের বাণী ভরা,
উদ্ধার পণে
পতিত জনে
প্রেম বন্যায় ভাসিয়ে ধরা!

আজি হতে সকলেই মোরা -
প্রচার করি সাম্যের ধারা,
মানুষ জ্ঞানে
সম সম্মানে
স্নাত হউক সর্বহারা!
         --০--