সাধারণে সাধুজনে ব্যবহার হার,
বর্তমানে সমগুণে সবে একাকার!
শাস্ত্রবাক্য বেদান্ত শ্রীগুরু কথামৃত,
সাধুমুখে কেন যে সদা অনুচ্চারিত!
বিশ্রম্ভালাপে মুখর সাধুমুখ তোর,
নিরবধি শ্রীবৃদ্ধি বৃথা কথার ঝড়!
বেশভূষায় অন্তর অন্তরে যে ভোগী,
কিসের ডরে ওরে ঘর-সংসার ত্যাগী?
কায়িক শ্রমের ভয়ে আশ্রমে আশ্রয়!?
আশ্রমে বিনা শ্রমে প্রণাম প্রাপ্তি হয়!
অভিনব অভিনয়ে মূঢ় সাধু মোড়া,
মঠ-মন্দির অদ্য বিশ্রামের আখড়া!
সাধুবাদ তবুও একাকী তপস্যার,
সতীর মোহ ত্যজি সত্য আরাধনার!
               --০--