হচ্ছি আমি তৃপ্ত, মোর তুষ্ট মন-প্রাণ -
গ্রন্থের অমৃত-সুধা, সদা করি পান।
বিশাল সে বিশ্বকোষে- মজে যে মানুষ,
শ্রীবুদ্ধ সম শ্রীবৃদ্ধি- হয় মান-হুঁশ।
চলে সে সুদূর দিগ-দিগন্তের পথে -
আপন সত্তার বিজ্ঞ যোগ্যতার রথে।
ধাঁধায় অন্ধ বাধায় রুদ্ধ যত দ্বার -
ভেঙে কপট কপাট করে চুরমার।
দৈবিক দুর্নিবার ঐ শক্তির আধার,
মুক্তির মন্ত্রে চির জাগ্রত ব্যবহার -
মাতৃগর্ভে শ্রুত- পিতার বর্ণিত পাঠে,
অভিমন্যু যথা ব্যূহ কপটতা টুটে -
হেলায় সকল শৃঙ্খল করিয়া তুচ্ছ,
আপন শির সদা স্থির রাখিল উচ্চ!
              --০--

আগামী ২৩শে এপ্রিল বিশ্ব বই দিবস উপলক্ষে, - "পাঠক" শিরোনামে আমার একটি পুরনো কবিতা পুনরায় "পাঠক যোদ্ধা" শিরোনামে চতুর্দশপদী-তে পদোন্নতি হইলো।