সূর্য হইতে নির্গত আহূত গ্রহাদি -
সমস্ত উত্তপ্ত ছিল পৃথিবী অবধি,
বহু লক্ষ বৎসর ব্যাপী পাপী এ ধরা -
বাষ্পের পুণ্যে হইলো ধন্য বসুন্ধরা।
ধরাতল করিল শীতল বাস্প বৃষ্টি -
জলীয় প্রভাবে হইলো প্রাণের সৃষ্টি,
বৈজ্ঞানিক সন্ধানের এই সার তত্ত্ব।
সামাজিক জীবনেও মানবিক চিত্ত,
রহে যদি উত্তপ্ত আদিমতায় মোড়া -
মূঢ় তাড়নায় সত্তা সদা সর্বহারা।
আদিম হৃদয় নিয়মিত সুস্থ রয় -
মানবিক সত্য যদি নিরবধি বয়,
অগোচরে সর্বস্তরে গড়ে ওঠে কৃষ্টি -
সাত্ত্বিক সমাজে বিরাজে শৈল্পিক গোষ্ঠী!
--০--