পুরাতন বছরের বিদায়ের বেলা-
এইটুকু শুধু আমার ছিল যে বলা,
বছর জুড়ে দাপটে ছিল যা ঝামেলা-
পদে-পদে বিপদের আমোদের খেলা।
সামাজিক ব্যবসায়িক অর্থের মন্দা-
মুহুর্মুহু দুঃসহ শত সহাস্য বাধা,
কর্মক্ষেত্র কর্মীহীন প্রতিদিন সন্ধ্যা-
ভাগ্যাকাশে রাহুগ্রাসে অবকাশে চান্দা।
নূতনের আগমনী ধ্বনি ঐ যে শুনি,
পুরাতন পায় সমন, ধায় অশনি-
রাহুগ্রাস ছাড়ি চন্দ্র অতন্দ্র প্রমাণি,
ঊষায় উদয় হয় পূর্ণচন্দ্র মণি।
দৃশ্যত চন্দ্র যেন মুহূর্ত না মিলায়-
কালের কবলেও উজল ত্রি-সন্ধ্যায়।
--০--