মানবিক অবজ্ঞায় বিশ্ব মাঝে হায়,
প্রকৃতির রাগে ব্যাধি জাগে করোনায় !
বিশ সাল মার্চ - করাল কালের ত্রাস,
পরস্পর ছোঁয়াচে করোনা-ভাইরাস !
বিশ্বময় ভয় - মহামারী করোনায়,
অসংখ্য শঙ্কায় নিয়মিত অসহায়।
পরস্পর ছোঁয়ায় ছড়ায় নিরবধি -
বহে বেড়ায় দেহে-দেহে করোনা ব্যাধি।
জনজীবন বিছিন্ন পরস্পর ভিন্ন,
ঘাতক ব্যাধি সম্প্রতি করোনার জন্য !
প্রার্থনা করি আর্তনাদ উচ্চারি ঊর্ধ্বে,
হে করুণাময়, আপনার আশীর্বাদে -
সুস্থ পৃথিবী হতে হউক দ্রুত হ্রাস,
মহামারী নোভেল করোনা-ভাইরাস !
--০--