পার্থিব ভগবান কে- কেউ কি তা জানি?
মনুষ্য সৃষ্ট বিশ্বাস্য ইষ্ট মুদ্রা-মানি!
পণ্য-শিল্প বিনিময়ে তাহার প্রমাণ,
জাগতিক বিচারে মুদ্রা দন্ডায়মান।
মানবিক মূল্যবোধ যতো গুণপনা,
অর্থের মানদন্ডে হয় ব্রহ্মান্ড জানা!
অপার্থিব ভগবান কে- তাও কি জানি?
যুগে যুগে সিঞ্চিত, ঋষি মুখ-নিঃসৃত -
গ্রন্থে ব্যাখ্যাত- অতীন্দ্রিয় অমিয় বাণী,
বাণী রূপই যথার্থ ইষ্ট-ব্রহ্ম ব্রত!
মুদ্রার তহবিলে মিলে শ্রীবাণী ব্রহ্ম,
ব্রহ্ম সাধন জন্যও গণ্য ধন-ধর্ম!
বৈশ্বিক বাস্তবতার এই হলো সার,
পার্থিব-অপার্থিব মুদ্রায় একাকার!
--০--