ভবঘুরে মন উড়ে কালের বাহনে-
বেহাল মনুষ্য নিত্য বশীভূত ক্ষণে!
মুহুর্তের মোহে মন বহে প্রলোভন-
একত্রে দণ্ডিত হন দেহ-মন জন!
কালের গর্ভে ভোগে অতীতের কলঙ্ক-
বর্তমানে দংশনে মুহুর্মুহু অসংখ্য,
মুহুর্তের দহনে দেহ প্রায়শ ধ্বংস!
মানস সরোবরে ঈশ পরমহংস,
পিতার অনুশাসনে সন্তান-সন্ততি -
পরিচয় পায় সামাজিক ন্যায়-নীতি!
জননী ধরণীর ন্যায় গর্ভের ধন-
যতনে গড়িয়া নেয় গর্বের আপন!
সনাতন স্নেহ-শাসন আশীষ বরে-
সন্তান কাল-রণে অরুণ বর্ণে লড়ে!
--০--